You are currently viewing নাইট শিবিরে উল্লাস ১৪ তারিখের ম্যাচেও নেই লখনউয়ের স্পিড স্টার মায়াঙ্ক যাদব, পড়ে নিন সম্পূর্ণ রিপোর্ট –

নাইট শিবিরে উল্লাস ১৪ তারিখের ম্যাচেও নেই লখনউয়ের স্পিড স্টার মায়াঙ্ক যাদব, পড়ে নিন সম্পূর্ণ রিপোর্ট –

Rate this post

মায়াঙ্ক যাদবের ভারতীয় ক্রিকেটের এক উদিয়মান স্পিড স্টার বোলার।তিনি IPL এর শুরু গতিতে বল করে চলেছেন। তাকে ভবিষ্যতের ভারতের বোলিং শক্তির অন্যতম কারিগর বলে ধরা হচ্ছে ।

আইপিএল কেরিয়ার দারুণ শুরু হয়েছে মায়াঙ্ক যাদবের। ব্যাক টু ব্যাক তিন উইকেট পান তরুণ জোরে বোলার। রাতারাতি ক্রিকেট পণ্ডিতদের নজরে পড়ে গিয়েছেন। ফ্যান ফেভারিটও হয়ে উঠেছেন। অনেকেই তাঁকে আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে দেখতে চাইছেন। কিন্তু গুজরাট টাইটান্স ম্যাচে পাওয়া চোটে দিল্লির বিরুদ্ধে খেলতে পারেননি মায়াঙ্ক।‌ কোমরে হালকা চোট পেয়েছেন। কোমরের ওপরের অংশ ফুলে আছে।

তবে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না লখনউ ম্যানেজমেন্ট। রবিবার কলকাতায় কেকেআরের বিরুদ্ধে ম্যাচ কেএল রাহুলদের। কিন্তু সেই ম্যাচেও মায়াঙ্কের‌ খেলার সম্ভাবনা নেই। তাঁর চোট প্রসঙ্গে রাহুল বলেন, “মায়াঙ্ক এখন ঠিক আছে।

তবে ওকে নিয়ে আমরা তাড়াহুড়ো করতে চাই না। ওর বয়স কম। ওকে আমাদের রক্ষা করতে হবে। ও মাঠে নামার জন্য অস্থির হয়ে যাচ্ছে। আমরাই ওকে আটকে রেখেছি। হয়তো আরও দুটো ম্যাচে ও খেলতে পারবে না।” গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামার আগে কোমরের ওপরের অংশে ব্যথা অনুভব করেন মায়াঙ্ক।

তবে তেমন গুরুতর কিছু ছিল না। তাই নতুন পেস সেনসেশনকে খেলানোর গ্রিন সিগন্যাল দেয় টিমের ডাক্তার এবং ফিজিওরা। প্রথম ওভার বল করার পর কোমরে অস্বস্তি অনুভব করেন। তারপর এমআরআই করানো হয়। হালকা ফোলা ধরা পড়েছে। তাই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না লখনউ টিম ম্যানেজমেন্ট। আরও দুটো ম্যাচ হয়তো ডাগআউটে বসেই দেখতে হবে মায়াঙ্ককে। তাতে কিছুটা স্বস্তিতে কেকেআরের ব্যাটাররা।‌ 

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply