You are currently viewing “ও ৬২৫-৬৩০ আগে থামবে না ….”, ৫০০ উইকেটের মাইল-ফলক ছুঁয়ে রেকর্ড তৈরি করলেন রবিচন্দ্রন অশ্বিন –

“ও ৬২৫-৬৩০ আগে থামবে না ….”, ৫০০ উইকেটের মাইল-ফলক ছুঁয়ে রেকর্ড তৈরি করলেন রবিচন্দ্রন অশ্বিন –

Rate this post

ভারত ইংল্যান্ড টেস্টে ক্রিকেটে ভারতের জন্য স্পেশাল দিন হিসাবে গণ্য হবে। টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির তৈরি করলেন ভারতীয় ক্রিকেটার। দ্বিতীয় ভারতীয় হিসাবে এই নজির তৈরি করলেন অশ্বিন। দ্বিতীয় দিনে জ্যাক ক্রলিকে আউট করে ৫০০ উইকেটে মাইল ফলক স্পর্শ করলেন তামিলনাড়ুর এই অফ স্পিনার।

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৫০০ উইকেট ছিল অনিল কুম্বলের। ৯৮ টেস্ট খেলে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এই মাইল ফলক স্পর্শ করলেন অশ্বিন। এই ৫০০ উইকেটের মধ্যে দেশের মাটিতে অশ্বিনের শিকার ৩৪৭ ব্যাটার।

বিশ্ব ক্রিকেটে নবম ক্রিকেটার হিসাবে ৫০০ উইকেটে মাইল ফলক স্পর্শ করলেন এই অফ স্পিনার। এর আগে বিশ্ব ক্রিকেটে ৬১৯ উইকেট নিয়ে অবসর নিয়েছেন কুম্বলে। তবে ৮০০ উইকেট নিয়ে শীর্ষে মুথাইয়া মুরলীধরণ।

খেলার শেষ কুম্বলে কে প্রশ্ন করা হলে রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট ক্যারিয়ার নিয়ে , তিনি বলেন ৬২৫-৬৩০ পর্যন্ত ও যেতে পারে , তবে ৭০০ পর্যন্ত যেতে পারে।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply