You are currently viewing বিশ্বকাপ শুরু আগামীকাল, জীবনের সবচেয়ে কঠিনতম সময় এইটা – টুর্নামেন্ট জেতার জন্য কি ভাবে এগোবেন তা নিজে জানালেন রোহিত শর্মা –

বিশ্বকাপ শুরু আগামীকাল, জীবনের সবচেয়ে কঠিনতম সময় এইটা – টুর্নামেন্ট জেতার জন্য কি ভাবে এগোবেন তা নিজে জানালেন রোহিত শর্মা –

Rate this post

বিশ্বকাপ ক্রিকেট আগামীকাল থেকে শুরু হচ্ছে।ক্রিকেটের সবচেয়ে বড় মাহাযজ্ঞ , আগামিকাল থেকে ভারতে শুরু হবে। ভীষণ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমর্থকরা এই উদ্বোধনি অনুষ্ঠান উপভোগ করবেন।

আন্যদিকে বিশ্বকাপের কথা যদি বলি ভারতের দেশের মাটিতে ২০১১ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল , এবং মহেন্দ্র বাহিনী এই বিশ্বকাপ জিতে নিয়েছিল।

২০১১ সালের পর আবারও চাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছে রোহিতদের কাছে। এর মধ্যেই ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে নিজের মতামত প্রকাশ করলেন।

২০২৩ সালের বিশ্বকাপ আগামীকাল অর্থাৎ ৫ অক্টোবর আমদেবাদে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে। ভারতীয় দলের ম্যাচ ৮ অক্টোবর। ভারতীয় দল প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার (India vs Australia Match) বিপক্ষে খেলবে।

ভারত ইতিমধ্যে গত সিরিজে অস্ট্রেলিয়া কে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়ে অনেটা মানসিক ভাবে এগিয়ে আছে। তবে এই সিরিজের আগে অবশ্য এশিয়া কপে পাকিস্তানের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দল কে দুরন্ত ভাবে হারিয়েছে ভারত।

এই পাকিস্থানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ১৪ অক্টোবর ব্লু ব্রিগেড (India vs Pakistan Match) খেলবে। এর আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা নিজের জীবনের কঠিন লড়াইয়ের কথা তুলে ধরলেন এবং নিজে অধিনায়ক হওয়ার বিষয়টি কীভাবে দেখেন তাও জানান।

তিনি বলেন, ” ভারতীয় দলে অনেক সাহসী অধিনায়ক ছিলেন। আপনি সবসময় যা চান তা নাও পেতে পারেন, আরও অনেক ক্রিকেটার অধিনায়ক হওয়ার যোগ্য ছিল। আমাকে অধিনায়ক হওয়া পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল এবং এটাই ন্যায্য। একইভাবে আমার আগে বিরাট কোহলি (Virat Kohli) ছিল, এমএস ধোনিও (MS Dhoni) ছিল।” রোহিত নিজের জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরে বলেন, “আমি জীবনের কঠিন দিনগুলো দেখেছি তাই জানি জীবনে কিছুই সহজে আসে না, কঠোর পরিশ্রম করতে হবে। আজ আমি যা কিছু হয়েছি সেই কঠিন সময়ের জন্যই।”

তিনি আরও বলেন, “আমার অতীত সবসময় আমার মনে আছে। আমি জানি আমি কিসের মধ্য দিয়ে গিয়েছিলাম এবং আবার একই জায়গায় ফিরে যেতে চাই না। ঈশ্বর আমাকে সাফল্যের সর্বোচ্চ ব্যবহার করার জন্য একটি সুযোগ দিয়েছেন। সেটা কাজে লাগাতে চাই।” বিশ্বকাপ জয়ের চাপের বিষয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ” আমি এইসব বিষয় নিয়ে বেশি চিন্তা করি না। হ্যাঁ আমরা গত ১০ বছরে আইসিসি ট্রফি জিততে পারিনি। তা বলে এই বিষয়টি নিয়ে বেশি ভাবলে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না।”

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply