You are currently viewing বিয়ে করলেন ভারতের নতুন ক্রিকেট হিরো রুতুরাজ গায়কওয়াড়, ক্রিকেটার – পুরো রিপোর্ট

বিয়ে করলেন ভারতের নতুন ক্রিকেট হিরো রুতুরাজ গায়কওয়াড়, ক্রিকেটার – পুরো রিপোর্ট

Rate this post

Table of Contents

রুতুরাজ গায়কওয়াড়, ক্রিকেটার – জীবনী, জন্ম, স্ত্রী, বেতন , মোট আয়, IPL Price ,বয়স, উচ্চতা | Ruturaj Gaikwad, Cricketer – Biography, Birth, Wife, Salary, Net Worth, IPL Price, age, height in Bengali

রুতুরাজ গায়কওয়াড়, ভারতের এক নতুন ক্রিকেট প্রতিভা।রুতুরাজ গায়কওয়াড় গত কয়েক বছর ধরে ভারতীয় ঘরোয়া সার্কিটে দুরন্ত খেলা উপহার দিয়েছেন।

রুতুরাজ গায়কওয়াড়, ভারতীয় পেশাদার ক্রিকেটার , তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের হয়ে ডান হাতি ব্যাটসম্যান হিসাবে খেলে থাকেন, এবং তার সঙ্গে ডান হাতি অফ ব্রেক বল ও করে থাকেন।

তিনি ভারতীয় ক্রিকেটের ঘরোয়া সার্কিটে মহারাষ্ট্র এর হয়ে হয়ে খেলেন এবং ভারতীয় ক্রিকেট লিগ আইপিএল এ CSK-এর হয়ে খেলছেন।

রুতুরাজ গায়কওয়াড় জীবনী

নামরুতুরাজ দশরত গায়কোয়াড়
জন্ম31 জানুয়ারী 1997
জন্মস্থানপুনে, মহারাষ্ট্র
বয়স25 বছর
মাসবিতা গায়কোয়াড়
পিতাদশরথ গায়কোয়াড়
আয় ইনকাম ( Net Worth)কোটি
পড়াশুনাস্নাতক
কোচCSK কোচ
ক্রিকেট র‍্যাঙ্কিগ (Ranking)Not Available
পেশাক্রিকেট খেলা
ধর্মহিন্দু
জাতি

রুতুরাজ গায়কওয়াড়, জন্ম ও পরিবার

রুতুরাজ গায়কওয়াড় ভারতের এই প্রতিভাবান দুরন্ত খেলোয়াড় , ভারতের মহারাষ্ট্র রাজ্যে পুনে -এ জন্মগ্রহণ করেন। রুতুরাজ গায়কওয়াড় 31 জানুয়ারী 1997 সালে জন্মগ্রহণ করেন। রুতুরাজ গায়কওয়াড় এক ভারতীয় মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন , তার পিতার নাম দশরথ গায়কোয়াড় ।

রুতুরাজ গায়কওয়াড় পরিবারের কারুর তেমন ক্রিকেটের সঙ্গে খুব বেশি যোগ ছিল না। কিন্তু রুতুরাজ গায়কওয়াড় কে প্রথম থেকেই ক্রিকেট ভীষণ ভাবে টানত ।

রুতুরাজ গায়কওয়াড় , এই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই তরুণ ক্রিকেটার এখন IPL 2023 এর CSK দলের অন্যতম বড় ভরসা ।

রুতুরাজ গায়কওয়াড় -এর প্রাথমিক জীবন –

রুতুরাজ গায়কওয়াড় এমন একজন খেলোয়াড়ের যিনি সবার কাছে এক উদাহরণ হয়ে উঠতে পারেন, যে মানুষ তার স্বপ্ন পূরণের জন্য কত কষ্ট করতে পারে। অনেকেই হয়তো জানেন না যে এন জগদীসান এর পরিবারে প্রথম থেকেই তেমন কেউই ক্রিকেট-এর সঙ্গে যুক্ত ছিলেন না। রুতুরাজ গায়কওয়াড় ক্রিকেট-ই খেলবেন এটা ছোট থেকে তিনি স্থির করে ফেলেছিলেন।এবং সেটা আজ তিনি বাস্তবে রুপ দিয়েছেন।

রুতুরাজ গায়কওয়াড় উচ্চতা, ওজন ( Venkatesh Iyer height weight in Bengali)

রুতুরাজ গায়কওয়াড় এর উচ্চতা – 5.9 ft

রুতুরাজ গায়কওয়াড় এর ওজন -75 kg

রুতুরাজ গায়কওয়াড় শিক্ষা (Education of Venkatesh Iyer in Bengali )

ভারতের এই প্রিতিভাবান ক্রিকেটার এবং CSK এর দুরন্ত ক্রিকেটার ক্রিকেটে দুরন্ত হলেও পড়াশুনা তে কিন্তু খুব ভাল ছিলেন। রুতুরাজ গায়কওয়াড় পড়াশুনা তে স্নাতক ছিলেন।

রুতুরাজ গায়কওয়াড় কোচ

রুতুরাজ গায়কওয়াড় এই মুহূর্তে CSK দলের হয়ে খেলছেন । তাই CSK দলের কোচিং এ তিনি এখন খেলেন।

রুতুরাজ গায়কওয়াড় এর ভাই বোন

রুতুরাজ গায়কওয়াড় এর কোন ভাই বা বোন আছে বলে জানা জায় নি।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৩

রুতুরাজ গায়কওয়াড় বয়স

রুতুরাজ গায়কওয়াড় এর জন্ম 1997সালে। সেই অর্থে রুতুরাজ গায়কওয়াড় এখন ২৫ + বছরের এক যুবক ।

রুতুরাজ গায়কওয়াড় জার্সি নম্বর

রুতুরাজ গায়কওয়াড় চেন্নাই সুপার কিন্স দলে ৩১ নং জার্সি তে খেলেন, এবং রুতুরাজ গায়কওয়াড় এর India U23 তে তিনি ৩১ নং জার্সি তে খেলতেন ।

রুতুরাজ গায়কওয়াড় স্ত্রী এর নাম কি ?

রুতুরাজ গায়কওয়াড় উৎকর্ষ পাওয়ার কে বিয়ে করেন ।

রুতুরাজ গায়কওয়াড় এর বান্ধবী এর নাম কি ?

রুতুরাজ গায়কওয়াড় উৎকর্ষ পাওয়ার কে বিয়ে করেন ।

রুতুরাজ গায়কওয়াড় ক্যারিয়ার

Batting & Fielding

Batting Career Summary

MInnNORunsHSAvgSR100200504s6s
ODI110191919.045.2400010
T20I9801355716.88123.85001135
IPL41416140610140.17133.14101212357

রুতুরাজ গায়কওয়াড় 2016-এ মহারাষ্ট্রের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে খেলা শুরু করেন । তার প্রথম ম্যচ ছিল রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে 6 অক্টোবর , 2016 ।

কিন্তু রুতুরাজ গায়কওয়াড় এর ভাগ্য সহায় ছিল না। প্রথম ম্যাচেই প্রথম ইনিংসে তার আঙুলে চোট পান এবং তাই তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়।

এবং ওই মরসুমে ওই কারণে তিনি তার দলের হয়ে বেশিরভাগ খেলাই খেলতে পারেন নি। ।

তবে ২০১৭ সালে আন্তঃরাষ্ট্রীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে 2 ফেব্রুয়ারি মুম্বাইয়ের বিপক্ষে তার টি-টোয়েন্টি অভিষেক হয়।

এরপর 25 ফেব্রুয়ারি বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে লিস্ট এ অভিষেক হয়।

রুতুরাজ গায়কওয়াড় বিজয় হাজারে ট্রফিতে প্রথম ম্যাচে 132 রান করেন , এবং তার ব্যাটিং এর জাত সবাই কে চিনিয়ে দেন।

রুতুরাজ গায়কওয়াড় আইপিএল ক্যারিয়ার

2019 এর আইপিএল চেন্নাই সুপার কিংস রুতুরাজকে 20 লাখ তাকাতে নেয়।

কিন্তু ওই বছর তিনি তেমন কোন সুযোগ পান নি।

কিন্তু 2020 আইপিএল মরসুমের জন্য CSK তাকে আবার ধরে রাখে। তারপরে তিনি 23 সেপ্টেম্বর 2020-এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে CSK-এর হয়ে আইপিএলে অভিষেক করেছিলেন কিন্তু শূন্য রানে আউট হয়েছিলেন। কিন্ত্য পরবর্তীতে টুর্নামেন্টে দলের হয়ে টানা ৩টি হাফ সেঞ্চুরি করে নিজের যোগ্যতা প্রমাণ করেন।

এর পর থেকে এখনও পর্যন্ত তিনি CSK এর হয়ে খেলে যাচ্ছেন ।

রুতুরাজ গায়কওয়াড় নেট ওয়ার্থ / কত টাকার মালিক

রুতুরাজ গায়কওয়াড় ক্রিকেট খেলে প্রচুর টাকা আয় করছেন । তিনি তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে গত কয়েক বছর ধরে অনেক টাকা আয় করছেন এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ভাল টাকা আয় করেন । রুতুরাজ গায়কওয়াড় এর নেট ওয়ার্থ আনুমানিক Rs. ১৪ কোটি ।

রুতুরাজ গায়কওয়াড় বেতন –

রুতুরাজ গায়কওয়াড় ২০২৩ সালে CSK এর হয়ে খেলছেন। ২০২৩ সালে CSK এর সংগে তার 6 কোটি ভারতীয় টাকায় খেলার চুক্তি হয়েছে ।

রুতুরাজ গায়কওয়াড় IPL price / বেতন

দলের নামআইপিএল বেতন
2023- Chennai Super Kings (Retained)Rs.6 Crore
2022- Chennai Super KingsRs.6 Crore
2021- Chennai Super KingsRs.20 Lakh
2020- Chennai Super KingsRs.20 Lakh
2019- Chennai Super KingsRs.20 Lakh

FAQ

Q. রুতুরাজ গায়কওয়াড় নেট ওয়ার্থ কত ?

Ans. রুতুরাজ গায়কওয়াড় এর নেট ওয়ার্থ আনুমানিক ১৪ কোটি টাকা ।

Q. রুতুরাজ গায়কওয়াড় এর স্ত্রী এর নাম কি ?

Ans. রুতুরাজ গায়কওয়াড় বিয়ে করেন নি।বিরাট কোহলি বায়োগ্রাফি, India, IPL , স্ত্রী, সন্তান, সেঞ্চুরি, কত টাকার মালিক, রেকর্ড 

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply