বিশ্বকাপ 2023 ভীষণ রকম ভাবে জমে উঠেছে। ভারতের মাটিতে খেলা এই বিশ্বকাপ ভারত জিততে মরিয়া। ২২ শে অক্টোবর বিশ্বকাপ 2023 এক ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, ভারত ও নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হয়েছিল ধর্মশালার মাঠে। ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই দুরন্ত ভাবে এই বিশ্বকাপে খেলছিল। কোন দলই এর আগে কোন ম্যাচ হারেনি। তাই এই ম্যাচ ঘিরে সমর্থকদের ভীষণ উত্তেজনা ছিল।
এই দুরন্ত ম্যাচে ভারত নিউজিল্যান্ড কে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যায়। ভারত তার জয়ের ধারা অব্যাহত রাখে।
এবারের বিশ্বকাপের ভারতীয় দল একেবারে একটি পরিবারের মত করে খেলছে। এবং এই বিশ্বকাপে ভারতীয় ম্যানেজমেন্ট একটি বিশেষ আকর্ষণ রখেছেন, ভারতের প্রতিটি ম্যাচের সেরা ফিল্ডারকে একটি সোনার মেডেল দিয়ে পুরস্কৃত করছে ভারতীয় ম্যানেজমেন্ট।
তবে আপনাদের বলে রাখি যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচে একটি বিশেষ মজাদার ঘটনার ঘটেছিল ভারতীয় দলে। গতম্যাচে রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল দুজনেই দুরন্ত দুটি সেরা ক্যাচ নিয়েছিলেন। কিন্তু ভারতের ফিল্ডিং কোচ টি দিলিপ বিচার বিবেচনা করে সেই মেডেলটি রাহুল কে দিয়েছিলেন।কিন্তু রাহুল সেই মেডেল জাদেজার গলায় পরিয়ে দেন।
ওই ম্যাচে রবীন্দ্র জাদেজা পয়েন্ট থেকে ডাইভ দিয়ে একটি নজরকাড়া ক্যাচ নিয়েছিলেন। ক্যাচটি নেওয়ার পর সেলিব্রেশনের সময় তিনি ফিল্ডিং কোচের দিকে এক ভঙ্গিমায় ইঙ্গিত করেছিলেন।
এবং কে এল রাহুল ও উইকেটের পেছনে দুরন্ত এক ক্যাচ ধরেছিলেন । কিন্তু কোচ তারপরে কেএল রাহুলের ক্যাচকেই প্রাধান্য দেন ।
তবে গতকালের ম্যাচে মজাদার বিষয়টি হল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ম্যাচের চতুর্থ ওভারেই মহম্মদ সিরাজের বলে স্কোয়ার লেগে একটি দুর্দান্ত ক্যাচ নেন শ্রেয়াস আইয়ার । এবং এই ক্যাচটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ । কিউয়ি ওপেনার ডেভন কনওয়ের । তারপর গতদিনের জাদেজার স্টাইলে মেডেলের জন্য ফিল্ডিং কোচের দিকে ইঙ্গিত করেন শ্রেয়াস। বিষয়টি ম্যাচ চলাকালীন সকলের সবার সামনে আসে এবং নেট মাধ্যমে তা ভাইরাল হয়। সবাই বলতে থাকে এবার শ্রেয়াস বলবে আমার মেডেল আগে আমাকে দিয়ে দিন, না হলে হয়ত আর অন্য কেউ ভাল ক্যাচ নিয়ে মেডেল নিয়ে নেবে।
তবে গত কালের দুরন্ত ম্যাচের শেষে শ্রেয়াস আইয়ার-ই মেডেল পান। এবং তা নিয়ে তিনি দুরন্ত আনন্দ করেন।
এর আগে এখনো পর্যন্ত ভারতীয়দের মধ্যে সেরা ফিল্ডিংয়ের ওই সোনার মেডেল জিতেছেন চারজন। সেই চারজন হলেন কেএল রাহুল, বিরাট কোহলি (Virat Kohli), শার্দুল ঠাকুর (Shardul Thakur) এবং রবীন্দ্র জাদেজা। আজ শ্রেয়াস সেই মেডেল নিজের নামে করে ৫ নং জায়গা দখল করল।
ভারতীয় টিম পুরষ্কার দেওয়ার কৌশল ভীষণ রকম ভাবে দুরন্ত করেছে , ক্যামেরার সাহায্যে আকাশ থেকে মেডেল আসছে এবং একটা দুরন্ত পরিবেশ তৈরি করা হয়েছে, নীচে ভিডিও তে টা আপনারা দেখতে পাবেন –
পুরো ভিডিও টা অবশ্যই দেখবেন , ভীষণ ভীষণ মজার ভিডিও –
বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।
বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে –
বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে
অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।
এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।
নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।